আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর মুক্তিপণের জন্য অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্টগার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় টের পেয়ে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে অপহরণকৃত ৬ নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।

কোস্টগার্ড আরো জানায়, উদ্ধার হওয়া এসব জেলে বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনের গভীরে গিয়েছিল। তখন ডাকাত করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

বুধবার রাতে উদ্ধারকৃত জেলেদের কোস্টগার্ডের কয়রা স্টেশন এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়। এসব জেলে খুলনা জেলার কয়রার বাসিন্দা। উদ্ধার হওয়া বোটসহ জেলেদের বৃহস্পতিবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় কোস্টগার্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন