বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল-বিক্ষোভ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৩: ৩৮
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৪: ০৮

বাগেরহাট জেলার সংসদীয় ৪টি আসনের একটি আসনকে বিলুপ্ত করে ৩ টি আসন করার প্রতিবাদে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কর্মসূচি পালিত হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

রোববার (২৪ আগস্ট) সকাল ৮টায় সময় পূর্ব ঘোষিত হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাটাখালি চত্বরে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা সুজাউদ্দিন সুজন, বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিম সমাদ্দার, বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ প্রমুখ।

এ সময় কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বাগেরহাটের সকল স্কুল কলেজ বেসরকারি সরকারি প্রতিষ্ঠান দোকানপাট বন্ধ রাখার আহ্বান করা হয়েছে। বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের ডাকে সাধারণ জনগণ সাড়া দিয়েছেন।

এসময় বাগেরহাট জেলার সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৫ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে যদি বাগেরহাটের ৪ আসন পুনর্বহাল করা না হয়, তাহলে সারা দেশ থেকে বাগেরহাট বিচ্ছিন্ন করে দেয়া হবে।

জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল ইসলাম রাহাদ বলেন, এটা কোনো দলীয় কর্মসূচি নয়, এটি বাগেরহাটবাসীর প্রাণের দাবি, খাজা খান জাহান আলীর ভূমির আসন পুনর্বহালের দাবি।

এদিকে হরতাল অবরোধে মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ায় পথচারীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। বাগেরহাট জেলাব্যাপী হরতাল অবরোধ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সব শ্রেণির পেশাজীবীরা একাত্মতা প্রকাশ করেছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত