হরিণ শিকারের ফাঁদ ও বরফসহ ট্রলার আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৫: ৫৬

সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন জ্ঞানপাড়া মাঝেরচরে বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ ও বরফসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করেছে বন বিভাগ।

শনিবার রাতে অভিযান পরিচানা করা হয়।

বিজ্ঞাপন

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বদেন জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান। সঙ্গীয় স্টাফসহ তিনি সুন্দরবনের জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছয়বস্তা হরিণ শিকারের ফাঁদ এবং প্রায় ১০ মণ বরফসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এই ফাঁদ ব্যবহার করে হরিণ শিকার এবং বরফের মাধ্যমে শিকার করা হরিণ সংরক্ষণে ব্যবহারের প্রস্তুতি চলছিল।

তবে অভিযান টের পেয়ে জড়িত ব্যক্তিরা ট্রলার থেকে লাফিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, আটক অবৈধ ফাঁদ ও ট্রলারের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ কঠোর নজরদারি অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত