ভেড়ামারায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৭: ৪৮

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের বিপুল হোসেন (৩০) এবং মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাগানপাড়ার শামীম হোসেন (২২)।

বিজ্ঞাপন

জানা যায়, দুপুর ৩টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে এই দুই তরুণের মৃত্যু হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত