আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাগেরহাট–৩ আসন থেকে এম এইচ সেলিমের মনোনয়ন সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাট–৩ আসন থেকে এম এইচ সেলিমের মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাট–৩ (রামপাল–মোংলা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।

গতকাল বৃহস্পতিবার আমার দেশকে এ তথ্য জানান তিনি নিজেই। এর আগে বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এম এইচ সেলিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার অনুসারীরা। এসময় বিএনপি নেতা মো. সাইফুল ইসলামসহ মোংলা ও রামপাল উপজেলার বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাগেরহাট–৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন সাবেক এই সংসদ সদস্য।

এম এইচ সেলিম বলেন, আমি বিএনপির বাইরে নই। বাগেরহাট–৩ আসনে দলীয় হাইকমান্ড যাকে ধানের শীষের প্রার্থী করেছে, তিনি জামায়াত ইসলামের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হবেন বলে আমি মনে করি। তাই আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়লাভ করে আসনটি বিএনপির হাতে উপহার দিতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন