আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি কর্মীরা বললেন

তারেক রহমান আমাদের আবেগ অভিভাবক

স্টাফ রিপোর্টার

তারেক রহমান আমাদের আবেগ অভিভাবক

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ফলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উদ্দীপনা দেখা গেছে। আগের দিনই চলে আসা এসব নেতাকর্মীরা তারেক রহমানকে নিজেদের আবেগ, অভিভাবক আখ্যা দিয়েছেন।

প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সমাবেশে আসা চট্টগ্রামের লোহাগড়ার বিএনপিকর্মীরা আমার দেশকে বলেন, ‘আমরা তরুণ কর্মীরা এতদিন আমাদের নেতা তারেক রহমানকে ভার্চুয়ালি দেখেছি। আজ তাকে সশরীরে দেখার জন্যে এতদূর থেকে এসেছি। তিনি আমাদের আবেগ, আমাদের অভিভাবক’। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে তারা এ অভিব্যক্তির কথা জানায়।

বিজ্ঞাপন

সারা দেশে থেকে বিএনপির নেতাকর্মীরা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে বিভিন্ন প্রবেশপথ দিয়ে খণ্ড খণ্ড দলে ভাগ হয়ে ছোট যানবাহনে করে সমাবেশস্থলে পৌঁছান। নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীরা ভোরে ঢাকার অন্যতম প্রবেশপথ চিটাগাং রোডে এসে নামেন বলে জানান।

নোয়াখালী থেকে আসা কিছু বিএনপিকর্মী জানান, তারা প্রায় ১০০ জন বুধবার রাতেই নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকা এসেছেন। গতকাল বৃহস্পতিবার সকালেও আরো শত শত নেতাকর্মী ঢুকছেন বলে জানান তারা। পরে তারা খণ্ড খণ্ড দল হয়ে সারুলিয়া রোড দিয়ে ৩০০ ফিটের দিকে যাচ্ছেন বলে জানান। সবার একটাই উদ্দেশ্য, তাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখা।

দীর্ঘ ১৭ বছর পর গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে তার যাতায়াতের পথের দুপাশে জড়ো হয়েছিলেন অগণিত নেতাকর্মী। তারেক রহমানও বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে দলের নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...