সুন্দরবনে ঢুকছে পানি, প্লাবিত বনাঞ্চল

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১৭: ৪৭

বাগেরহাটের মোংলার নদ-নদীগুলোতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে আড়াই ফুট। বিশেষ করে মোংলার পশুর নদী ও মোংলা নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় সুন্দরবনের অভ্যন্তরীণ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গোটা বনাঞ্চল জুড়ে দুই থেকে আড়াই ফুট পানির ঢেউ আছড়ে পড়েছে। করমজল, চাঁদপাইসহ বিভিন্ন এলাকায় বনের রাস্তা-ঘাট তলিয়ে গেছে।

তবে বড় কোনো বিপর্যয়ের শঙ্কা এখনো তৈরি হয়নি। বনের অভ্যন্তরে থাকা প্রাকৃতিক উচু টিলাই বন্যপ্রাণীদের জন্য রক্ষাকবচ হয়ে উঠেছে।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যপ্রাণীরা এসব উচু স্থানে আশ্রয় নিয়ে নিরাপদে রয়েছে।

সুন্দরবন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির আমার দেশকে বলেন, সুন্দরবনের কিছু অংশে পানি ঢুকে পড়েছে, করমজলের রাস্তাঘাট পানির নিচে। তবে এখন পর্যন্ত বন্যপ্রাণীর কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উচু টিলাগুলোর কারণে প্রাণীরা সহজেই আশ্রয় নিতে পেরেছে।

এদিকে স্থানীয়রা জানান, হঠাৎ পানি বাড়ায় বনপথে চলাচল ব্যাহত হচ্ছে। বনরক্ষীদের চলাফেরাও সীমিত হয়ে পড়েছে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত