খুলনায় বিআরটিএ চেয়ারম্যান

দুর্ঘটনায় নিহত ৫ ও আহতদের ১-৩ লাখ টাকা দেবে বিআরটিএ

খুলনা ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩১
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৬

বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতরা পাঁচ এবং আহতরা এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত অনুদান পাবেন। এই অনুদানের জন্য ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এছাড়াও সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে দাফন বা সৎকার পর্যন্ত পরিবারের পাশে থাকবে বিআরটিএ।

তিনি বলেন, দেশের যেকোন স্থানে সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র বিআরটিএ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাবেন। কেউ নিহত ও আহত হলে বিআরটিএ কর্মকর্তারা ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের হাতে পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন

বিআরটিএ চেয়ারম্যান বলেন, দেশে যেখানে শুধুমাত্র ৪০ হাজার যানবাহন চলাচল করার কথা সেখানে চলছে এক লাখ ৪০ হাজার। এটি সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ। সুতরাং সড়ককে নিরাপদ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে একটি নিরাপদ সড়কের দেশ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার বিকেলে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরীর শিরোমনিস্থ বিআরটিএ, খুলনা সার্কেল-এর সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত আটটি পরিবারের মধ্যে পাঁচ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শিগগিরই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে।

অনুষ্ঠানে খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান, সহকারী উপপরিচালক তানভীর আহমেদ চৌধুরী, খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি.) উসমান সারওয়ার আলম, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোতালেব হোসেন, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান ও খুলনা ট্রাক মালিক সমিতির সেক্রেটারি শেখ অহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত