আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীত ও ঘন কুয়াশার দাপটে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮.৩ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

শীত ও ঘন কুয়াশার দাপটে জবুথবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮.৩ ডিগ্রি

হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপটে জবুথবু হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। জেলার ওপর দিয়ে টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

হিমেল বাতাসের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকালে সূর্যের দেখা মিললেও পর্যাপ্ত উত্তাপ না থাকায় শীতের প্রকোপ কমেনি। এই তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হয়েছেন, তারা পড়েছেন চরম দুর্ভোগে।

অপরদিকে শীতের তীব্র প্রভাব পড়তে শুরু করেছে স্বাস্থ্য খাতে ও জেলা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। এতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া,শ্বাসকষ্ট, ঠান্ডা জ্বর ও ডায়রিয়ায়।

অন্যদিকে ভোর থেকেই শহরের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, চায়ের দোকান এলাকায় নিম্ন আয়ের মানুষের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রাম থেকে কাজ করতে আসা সুজা উদ্দিন বলেন, ‘তীব্র শীতে কাজ নিয়মিত হয় না। তবু আসতে হয়। কাজ না করলে চুলা জ্বলে না। এই শীতে কাজ পাওয়া কঠিন। শরীর চলে না। খুব কষ্টে দিন কাটাচ্ছি।’

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্ম র্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। দিন ও রাতের পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী আরও কয়েক দিন তাপমাত্রা একই থাকতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগডড়ের তেঁতুলিয়ায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন