আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ কারবারি আটক

খুলনা ব্যুরো
খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ কারবারি আটক

খুলনায় ৫ লাখেরও বেশি টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।

গ্রেপ্তার মো. আব্দুল্লাহ ওরফে নয়ন (২৭) খালিশপুর থানার বঙ্গবাসী এলাকার মোতালেব হোসেনের পুত্র। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন বঙ্গবাসী রোড নং-১৯, বাড়ি নং এন/ই-৪৪ এর বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় আটক মো. আব্দুল্লাহ ওরফে নয়নের রুম থেকে পাঁচ লাখ সাত হাজার চার শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। জাল নোটের মধ্যে এক হাজার ও পাঁচশ ছাড়াও দুইশ, একশ, পঞ্চাশ এবং বিশ টাকার নোট রয়েছে।

আটক নয়ন জিজ্ঞাসাবাদে জানায়, তিনি দীর্ঘদিন খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছেন।

বুধবার সকালে তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন