আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিরের আক্রমণে নিহত সুব্রতের পরিবারকে ৩ লাখ টাকা দেবে সরকার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

কুমিরের আক্রমণে নিহত সুব্রতের পরিবারকে ৩ লাখ টাকা দেবে সরকার

সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রতের পরিবারকে ৩ লাখ টাকা অনুদান দেরে সরকার। বুধবার বিকেলে আমার দেশকে এমনটি জানিয়েছেন বন কর্মকর্তা আজাদ কবির।

এর আগে গতকাল মঙ্গলবার সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে কুমিরের আক্রমণের শিকার হয় সুব্রত। টানা ৭ ঘণ্টা পর বুধবার বনবিভাগ কর্মকর্তা ও গ্রামবাসীরা মিলে তার লাশ উদ্ধার করে। পরে দুপুরের দিকে ঢাংমারীতে তার সৎকার সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বন কর্মকর্তা আজাদ কবির ও ঢাংমারী গ্রামের বাসিন্দা ইস্রাফিল বয়াতি জানান, বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে মঙ্গলবার সকালে সুন্দরবনে যায় সুব্রত মন্ডল (৩২) ও তার সহযাত্রীরা। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পাড়ি দিতে গেলে কুমির ধরে নিয়ে যায় তাকে। এরপর ৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৫শ মিটার দূরে ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে কুমির মুখ থেকে লাশ ফেলে দূরে সরে যায়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ডুবিয়ে লাশ উদ্ধার করার পর তার বাড়িতে নেয়া হয়। এরপর বুধবার দুপুরে ঢাংমারী গ্রামের শশ্মানে সুব্রতর লাশের সৎকার সম্পন্ন হয়েছে।

বন কর্মকর্তা আজাদ কবির আমার দেশকে বলেন, যেহেতু সুব্রত পাস নিয়ে বনে গিয়েছিল। তাই কুমিরের আক্রমণে নিহত সুব্রতর পরিবারকে সরকারিভাবে ৩ লাখ টাকা অনুদান প্রদানের কার্যক্রম বনবিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন