খুলনায় বিএনপির বিক্ষোভ

খুলনা ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১: ১৫
খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

খুলনা মহানগরীতে ধারাবাহিক হত্যাকাণ্ড, মাদকের সম্প্রসারণ ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, চাঁদাবাজি-দখলবাজি, সন্ত্রাসীদের দৌরাত্ম্য এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

রোববার বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশ থেকে বিএনপি নেতারা নগরীর আইন শৃঙ্খলার অবনতি ও মাদকের ভয়াবহতার জন্য পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নির্লিপ্ততাকে দায়ী করে অবিলম্বে সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, সৈয়দা নার্গিস আলী, মুজিবর রহমান, আব্দুল আজিজ সুমন, সজীব তালুকদার প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত