ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্ব পাড়ার মাজারুল ইসলামের ছেলে জামালকে তুচ্ছ বিষয় নিয়ে ছুরির আঘাতে খুন করেছে আপন বড় ভাই উজ্জল হোসেন।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার সময় বড় ভাই উজ্জল হাতে ছুরি নিয়ে পেয়ারা খাচ্ছিল আর ছোট ভাই জামাল ভাত খাচ্ছিল। এ সময় বড় ভাই ছোট ভাইকে বলছিল, তুই কাজকর্ম করিস না, শুধু বসে বসে খাচ্ছিস। পরে এটি নিয়ে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জল (৩২) ছোট ভাই জামালকে (২৬) দুইবার বুকে ও পেটে ছুরি মারে। এতে ছোট ভাই ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে মারা যায়।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাজ্জাদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানতে পারি খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জল ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে ছোট ভাই জামালের মৃত্যু হয়।
পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

