ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোংলায় বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক সংঘ চত্বর থেকে এ বিজয় র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের শ্রমিক সংঘ চত্বরে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি প্রমুখ।
এ দিকে জামায়াতের মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এক নম্বর জেটি, মোংলার মামার ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর শেখ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার, মোংলা পৌর শাখার সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, এবং পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা জামায়াতের আমির আবু হানিফ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

