চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪১

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়ি মাদ্রাসাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (২৪)।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিকেলে সপ্তম শ্রেণির পড়ুয়া এক মেয়েকে বাড়ি থেকে কৌশলে ডেকে তুলে নিয়ে যায়। পরদিন দিবাগত রাত ১ টার দিকে বাদীর মেয়েকে শহরের সুমিরদিয়া এলাকার একটি আমবাগানে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে মেয়ের মুখ চেপে ধরে এবং ভয়ভীতি প্রদান করে। মেয়েকে খোঁজাখুঁজি অব্যাহত থাকাকালে মাদ্রাসার পেছনে বিলের মধ্যে মেয়েকে দেখতে পায় এবং তাকে বাড়ি নিয়ে আসে। পরে চুয়াডাঙ্গা সদর থানায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু মামলাটি তদন্ত করে খাইরুল ইসলামকে একমাত্র আসামি করে ২০২৪ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরআগে চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি খাইরুল ইসলাম। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত