সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানিয়েছেন, বাগেরহাটের ৩ আসনের (মোংলা রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম।
শনিবার বাগেরহাটের মোংলা উপজেলার পৌর শহরে শ্রমিক সংঘ চত্ত্বরে মোংলা পৌর ৬নং ওয়াড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের বন্দরের শ্রমিক ইপিজেডের শ্রমিক সুন্দরবনের ওপর নির্ভরশীল মৎস্যজীবী জেলে সবাইকে নিয়ে এ অঞ্চলকে গড়তে হবে। তাদের ন্যায্যতা তাদের অধিকারের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে ।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে মোংলা পৌর বিএনপি'র সভাপতি জুলফিকার আলী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শেখ ফরিদুল ইসলামকে ধানের শীষ প্রতীক দিয়ে এ অঞ্চলের অভিভাবক করে পাঠিয়েছে। আমরা চাই এবারের নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠাতে। কারণ তিনি দলের দুরদিনে বিগত ১৭ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপিকে সরকার গঠন করতে হলে রামপাল মোংলা এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এবারে নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করব।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুল হালিম খোকন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

