ট্রাক চোর সিন্ডিকেটের সদস্য যশোরে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ৪৪

যশোর শহর থেকে শনিবার দিবাগত রাতে ট্রাক চোর সিন্ডিকেটের সদস্য মাসুদ আলমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা।

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি ট্রাক চুরি মামলার সূত্র ধরে মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের ‘পুরাতন লোহা ও মোটরপার্টস ব্যবসায়ী মালিক সমিতি’র নেতা। সম্প্রতি অনুষ্ঠিত এই সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

যশোর ডিবি পুলিশের সঙ্গে এই গ্রেপ্তার অভিযানে কাজ করে ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম। সন্ধ্যায় শুরু হয়ে অভিযান চলে রাত ১১টা পর্যন্ত। এ সময় যশোর শহরের বকচর ও রাজারহাট এলাকা থেকে উদ্ধার হয় ঢাকায় চুরি হওয়া একটি কার্গোর বডি ও সামনের অংশ।

ডিবি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাসুদ আলম ট্রাক চোর সিন্ডিকেটে জড়িত। তার সঙ্গে আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

যশোরে শক্তিশালী চোরাই ট্রাক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক চুরি বা ছিনতাই করে যশোরের বকচর ও আশপাশের এলাকার ওয়ার্কশপগুলোতে আনে। পরবর্তীতে সেগুলো পার্টস আলাদা করে বিক্রি করে দেয়। দেশের যেসব জায়গায় মোটরগাড়ির বডি তৈরি হয়, যশোর তার মধ্যে শীর্ষে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত