ফের কমেছে তাপমাত্রা, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৪৭

চুয়াডাঙ্গায় ফের জেঁকে বসেছে শীত। দুদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ছয় ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৯টায় জেলায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ ।

এর আগে, ১ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর পরদিন ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কুয়াশা না থাকায় তাপমাত্রা হঠাৎ কমেছে। আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে। বৃষ্টি না হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত