আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০
ছবি: আমার দেশ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে শৈলকূপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী ও আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার ওই গ্রামের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সংঘর্ষে আহত হন উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। খবর পেয়ে শৈলকূপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বিষ্ণুদিয়া গ্রামে উত্তেজনা প্রশমিত না হওয়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন