গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
মঙ্গলবার সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা
হয়েছে। জিএম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বীণাপাণি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম ভারতে পালিয়ে যেতে পারেন। এই তথ্যের ওপর ভিত্তি করে বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেয়া হয়েছিল।
সকাল ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-
বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা থাকায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, গ্রেপ্তার শাহাবুদ্দিন আজমের নামে গোপালগঞ্জে কমপক্ষে একটি মামলা আছে। গোপালগঞ্জ জেলা পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের একটি টিম বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছে শাহাবুদ্দিনকে হেফাজতে নিতে।
এমএস

