আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরশালিখা গ্রামের নবীর শেখ ও আজিজুর শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে শুক্রবার মুরাদ শেখ নামে একজনকে প্রতিপক্ষরা পিটিয়ে গুরুতর জখম করে। এর জেরে নবীর শেখ পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে শনিবার সকালে আজিজুর শেখর পক্ষের ওপর হামলা চালায়। এ সময় আজিজুর শেখ পক্ষ হামলা প্রতিরোধ করতে গেলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী এ সংঘর্ষে এক নারীসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। আজিজুর শেখের পক্ষের সবুর শেখের স্ত্রী মিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত অন্যদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান পক্ষ দুটির বিরোধ দীর্ঘদিনের। পুলিশ, রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় অনেকবার আপস মীমাংসা হলেও তা স্থায়ী হয় না। সংঘর্ষে জড়িতদের ধরার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন