আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দামুড়হুদায় জব্দকৃত নকল কীটনাশক ও সার ধ্বংস

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদায় জব্দকৃত নকল কীটনাশক ও সার ধ্বংস

বিভিন্ন সময়ে দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের অভিযানে জব্দ করা নকল কীটনাশক ও নকল সার পুড়িয়ে ও মাটির নিচে পুঁতে ফেলে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে নকল কীটনাশক সার ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সাংবাদিকসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মাদ্রাসার সামনে সড়কে একটি ভ্যান থেকে ১০ বস্তা বাংলা টিএসপি সার আটক করে উপজেলা কৃষি বিভাগ। পরে এসব সার রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হলে প্রতিবেদনে দেখা যায়— বস্তাগুলোতে প্রকৃত সারের কোনো অস্তিত্ব নেই। বরং শক্ত মাটি ও পাথরের গুঁড়া টিএসপি সারের আকৃতিতে তৈরি করে প্রতারক চক্র বাংলা টিএসপি নামের বস্তায় ভরে কৃষকদের কাছে বিক্রি করছে। ফলে সাধারণ কৃষকরা প্রকৃত সার না পেয়ে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন।

কৃষি অফিসের একটি সূত্র জানিয়েছে, ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এসব ভুয়া সার দামুড়হুদা ও চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে। অথচ এসব বস্তায় প্রকৃত টিএসপি সারের কোনো অস্তিত্বই নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন