অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্তে ৬ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৫: ১৫
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৫: ২২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে হাবিলদার ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় এই ৬ জনকে আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ২ জন নারী এবং ২ জন শিশু। তারা সবাই রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় সোপর্দ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত