আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত। শুক্রবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ । গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া বিরাজ করলেও রাত থেকে সূর্য ওঠার আগপর্যন্ত তীব্র শীত অনুভূত হয়।

গত ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। ৫৮ দিন এ জেলায় তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

চুয়াডাঙ্গা শহরের নতুন বাজারের নৈশপ্রহরী আবেদ আলি জানান, প্রচণ্ড শীতে রাতে পাহারা দেওয়াই মুশকিল হয়ে গেছে। এই বাজারে প্রতিটি দোকানে সারা রাত নজর রাখতে হয়। শীতের কারণে বাজারে ঘোরাঘুরি করতে কষ্ট হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের হায়দার আলী জানান, অতিরিক্ত শীত পড়ার কারণে আমাদের বোরোক্ষেতে কাজ করতে অসুবিধা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...