আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত প্রার্থী আমির হামজাকে বিএন‌পির অবাঞ্ছিত ঘোষণা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

জামায়াত প্রার্থী আমির হামজাকে বিএন‌পির অবাঞ্ছিত ঘোষণা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে এক ষ্ট্যাটা‌সের মাধ্য‌মে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পপ্পু স্ট্যাটাসে লি‌খে‌ছেন, আমির হামজা মরহুম আরাফাত রহমান কো‌কো‌কে নি‌য়ে তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টের কমেন্টসে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

সাজেদুর রহমান পপ্পু আ‌রো বলেন, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।

ওয়াজ মাহফিল মৌসুম বি‌শেষ ক‌রে শীতকা‌লে আমির হামজা ঝিনাইদহের ৬টি উপজেলা এবং জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেন।

তবে আমির হামজা দাবি, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের। এটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...