জেলা প্রতিনিধি, নড়াইল
রোববার নড়াইলে নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন উদযাপিত হয়েছে। বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন জন্মদিন পালনের এ উদ্যোগ নেয়।
এ উপলক্ষে সকালে শহরের মাছিমদিয়ায় এস এস সুলতানের বাড়িতে কোরআনখানির আয়োজন করা হয়। কোরআনখানির পর শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শিল্পী সুলতানের ভক্ত শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন। এ সময় শিল্পীর সমাধি ফুলে ফুলে ছেয়ে যায়। সবশেষে শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়ার মধ্য দিয়ে শেষ হয় এবারের জন্মদিনের আয়োজন।
প্রসঙ্গত, এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গুণী শিল্পী এস এম সুলতান একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননা, চারুকলা ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তিতে ১৯৯৯ সালে মরণোত্তর সম্মাননা লাভ করেন।
মাত্র পঁচিশ বছর বয়সে তার আঁকা ছবি লন্ডনের ভিক্টোরিয়া এ মব্যাকমেন্ট ও লেইস্টার গ্যালারিতে প্রদর্শিত হয়। তিনিই প্রথম এশিয়ান, যার আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শনীতে স্থান পায়।
রোববার নড়াইলে নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন উদযাপিত হয়েছে। বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন জন্মদিন পালনের এ উদ্যোগ নেয়।
এ উপলক্ষে সকালে শহরের মাছিমদিয়ায় এস এস সুলতানের বাড়িতে কোরআনখানির আয়োজন করা হয়। কোরআনখানির পর শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শিল্পী সুলতানের ভক্ত শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন। এ সময় শিল্পীর সমাধি ফুলে ফুলে ছেয়ে যায়। সবশেষে শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়ার মধ্য দিয়ে শেষ হয় এবারের জন্মদিনের আয়োজন।
প্রসঙ্গত, এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গুণী শিল্পী এস এম সুলতান একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননা, চারুকলা ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তিতে ১৯৯৯ সালে মরণোত্তর সম্মাননা লাভ করেন।
মাত্র পঁচিশ বছর বয়সে তার আঁকা ছবি লন্ডনের ভিক্টোরিয়া এ মব্যাকমেন্ট ও লেইস্টার গ্যালারিতে প্রদর্শিত হয়। তিনিই প্রথম এশিয়ান, যার আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সঙ্গে প্রদর্শনীতে স্থান পায়।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে