আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৬) ও রিপন মণ্ডলের আপন মামাতো ভাই পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৮)।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লামিম তার মামাতো ভাই আপনকে সঙ্গে নিয়ে গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। একপর্যায়ে খালের স্রোতের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি নিছক দুর্ঘটনা । পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন