
এক অনবদ্য মায়ের সংগ্রামী জীবন
জীবনযুদ্ধে অনবদ্য এক ‘মা’ও তার দুই সন্তানের সংগ্রামী জীবন চলছেই। গোয়ালে গরু নেই, হাতে নেই টাকা, তবুও জমিতে ধানের চারা আগাম রোপণ করতে হবে। না হলে হয়তো সারা বছর অনাহারে থাকতে হবে। তাই নিজের কাঁধেই তুলে নিয়েছেন লাঙ্গল-জোয়াল, কষ্ট-ক্লান্তি করে কোনোভাবে এক বিঘা জমি চাষ করতে পারলেই কিছুটা স্বস্তি মিলবে।
