ময়মনসিংহে আজহারির মাহফিলে লাখো মানুষের ঢল

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ১৯

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে তাফসির পেশ করছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি। শনিবার বাদ জোহর তার তাফসির শুরু হয়।

মাহফিল ঘিরে সার্কিট হাউস ময়দানে লাখো মানুষের ঢল নেমেছে। এখনও আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজ্ঞাপন

মাহফিলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে প্রচারণা করছিল আয়োজক কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাহফিলের বিষয়টি মানুষ জানতে পরেন। শুক্রবার মাহফিলের সব ধরনের প্রস্তুতি শেষ হয়। এদিন রাত থেকেই ঢল নামে মানুষের। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি।

আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজহারি তাফসির শুরু করেছেন। মানুষ আগ্রহ নিয়ে তার বয়ান শুনছেন। তার বয়ানে ইসলামের পথে চলার আহ্বানসহ নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, মাহফিল ঘিরে দফায় দফায় আমরা সভা করেছি। পুলিশি টহল জোরদার রয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে বলে আশাবাদী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত