গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শান্তি বেগম (৯০) এবং ভালুকা উপজেলার আব্দুস সালাম (৫৩)।
মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, শান্তি বেগম বুধবার সন্ধ্যায় এবং আব্দুস সালাম মঙ্গলবার বিকেলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। বৃহষ্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তিনি আরো জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৪৪, মহিলা ২০ জন ও ১০ জন শিশু রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহের ব্যবধানে ৭ জনসহ চলতি বছরে এ নিয়ে ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে মারা গেছেন।

