
উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি রবিউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৭ নভেম্বর) মাগরিব নামাজের পর ইউনিয়নের একটি মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, স্থানীয় কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন রবিউল ইসলাম। এ সময় বিএনপির দুই কর্মী সেখানে এসে ‘অনুমতি ছাড়াই রাজনৈতিক আলোচনা ও প্রোগ্রাম’ করার অভিযোগ তুলে বাকবিতণ্ডায় জড়ান। কিছুক্ষণের মধ্যেই তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে লাঠিসোটা দিয়ে রবিউলের ওপর হামলা চালায়। এতে তার হাত–পা ভেঙে যাওয়ার ঘটনাও জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার প্রতিবাদে রাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “রাত ১টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জামায়াতের উপজেলা আমির ইদ্রিস আলী বলেন, “বিএনপির কর্মী সোহেল রানা (৪৫), রুবেল (৪২), রেনু মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে এই হামলা করেছে। আমরা ইতোমধ্যে থানায় অভিযোগ করেছি।”
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “ঘটনাটি আমাদের দলের কর্মীদের সঙ্গে নয়, মসজিদের সাধারণ মুসল্লিদের সঙ্গে হয়েছে। পরে আমাদের কয়েকজন সেখানে উপস্থিত হওয়ায় তাদের নাম অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি রবিউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৭ নভেম্বর) মাগরিব নামাজের পর ইউনিয়নের একটি মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, স্থানীয় কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন রবিউল ইসলাম। এ সময় বিএনপির দুই কর্মী সেখানে এসে ‘অনুমতি ছাড়াই রাজনৈতিক আলোচনা ও প্রোগ্রাম’ করার অভিযোগ তুলে বাকবিতণ্ডায় জড়ান। কিছুক্ষণের মধ্যেই তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে লাঠিসোটা দিয়ে রবিউলের ওপর হামলা চালায়। এতে তার হাত–পা ভেঙে যাওয়ার ঘটনাও জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার প্রতিবাদে রাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “রাত ১টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জামায়াতের উপজেলা আমির ইদ্রিস আলী বলেন, “বিএনপির কর্মী সোহেল রানা (৪৫), রুবেল (৪২), রেনু মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে এই হামলা করেছে। আমরা ইতোমধ্যে থানায় অভিযোগ করেছি।”
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “ঘটনাটি আমাদের দলের কর্মীদের সঙ্গে নয়, মসজিদের সাধারণ মুসল্লিদের সঙ্গে হয়েছে। পরে আমাদের কয়েকজন সেখানে উপস্থিত হওয়ায় তাদের নাম অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রেখে ৪২-বগুড়া-৭ (গাবতলী -শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী নেতৃত্বে শনিবার (৮ নভেম্বর) গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকা থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়।
২ মিনিট আগে
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খুলনায় বিশাল জমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। মহানগর ও জেলা বিএনপির এই যৌথ কর্মসূচিতে ছিলেন না নজরুল ইসলাম মঞ্জু। তিনি তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে সীমিত পরিসরে আলোচনা ও দোয়া করেছেন। তবে, মতভেদ ও দূরত্ব ঘুচিয়ে এখনো সবাই এক মঞ্চে না এলেও অচিরেই এ সংকট
১৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এরআগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
২৬ মিনিট আগে
খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের পক্ষথেকে আর্থিক সহায়তা প্রদান। শনিবার সকাল ১১টায় জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও জেলা জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ক্ষত
৩৩ মিনিট আগে