মাদারগঞ্জে ইউপি সদস্য-আ.লীগ নেতাসহ ৫ জুয়াড়ি আটক

খাদেমুল ইসলাম, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২১: ২৩
জুয়াড়ী আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউপি সদস্য আমিনুর ইসলাম ও আওয়ামী লীগের নেতা লিটন মিয়াসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ২টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার রফিকুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া (৪০), উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম (৪৮), একই গ্রামের রসুল মোল্লার ছেলে ও একই গ্রামের মৃত মজুন মন্ডলের ছেলে মেহেদী হাসান (২৫), আনার ফকিরের ছেলে আব্দুর রহিম (৩৫) ও আব্দুল জলিলের ছেলে আনোয়ার হোসেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরগোলাবাড়ী রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউপি সদস্যসহ পাঁচজনকে জুয়া খেলার সময় আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত