মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২১: ৫৩

মাদক সেবনের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের (মাদারগঞ্জ) সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করা হলো এবং তার সাথে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।”

চলতি বছরের ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের এক মাস না পেরোতেই সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল ও তার সহযোগীদের গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন প্রোফাইল ও পেজে পোস্ট করা ছবিতে দেখা যায়, ছাত্রদল নেতা শাকিল কয়েকজনের সাথে একটি প্লাস্টিকের বোতলের মধ্যে পাইপ ঢুকিয়ে গাঁজা সেবন করছেন। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে মেহেদী হাসান শাকিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, জামালপুর জেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভাইরাল হওয়া ছবিটি দেখে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করা হয়েছে। একইসাথে তার সাথে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, গাঁজা সেবন করে যারা ভাইরাল হয়, তাদের ছাত্রদল করার কোনো অধিকার নেই। মাদকের বিরুদ্ধে মাদারগঞ্জ উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে আছে এবং থাকবে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ফেসবুকে একটি ছবি দেখেছি। শুনেছি তার পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত