ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৫৪ শতাংশ

ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩: ৩৪
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৩: ৩৫

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার হয়েছে ৫১ দশমিক ৫৪ শতাংশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এ তথ্য জানান ।

বিজ্ঞাপন

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থী ছিল ৭৯ হাজার ২৩৭ জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৫ হাজার ৮৫৫ জন। এর মধ্যে ছাত্র ছিল ৩৫ হাজার ৬০৭ জন এবং ছাত্রী ৪০ হাজার ২৪৮ জন। পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন পরীক্ষার্থী। বোর্ডে সর্বমোট ২ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। এর মধ্যে ১ হাজার ১১৭ জন ছাত্র এবং ১ হাজার ৫৬৭ জন ছাত্রী। এ বছরের ফলাফলে মেয়েদের পাশের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ, যা ছেলেদের ৪৬ দশমিক ৮৩ শতাংশের তুলনায় বেশি।

শাখাভিত্তিক পাসের হারের পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞানে পাশের হার সর্বোচ্চ ৭৬ দশমিক ৯০ শতাংশ। মানবিক বিভাগে পাশের হার ৪৫ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৪১ দশমিক ১২ শতাংশ।

জেলা ভিত্তিক ফলাফল:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার ময়মনসিংহ জেলায় ৫৫ দশমিক ৪৬ শতাংশ, শেরপুর জেলায় ৪৮ দশমিক ৬৯ শতাংশ। জামালপুরে ৪৭ দশমিক ৪১ শতাংশ এবং নেত্রকোনায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ।

গ্রেড ভিত্তিক ফলাফল:

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার জিপিএ ৫.০০ পেয়েছেন ২,৬৮৪ জন, জিপিএ ৪.০০ পেয়েছেন ১০,৭৪২ জন, জিপিএ ৩.০০ পেয়েছেন ১০,৪৮০ জন, জিপিএ ২.০০ পেয়েছেন ৫,৪৯৩ জন পরীক্ষার্থী।

এদিকে ময়মনসিংহ বোর্ডে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি, আর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এবারের পরীক্ষায় মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৬টি যাতে মোট ৩০৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত