বকশীগঞ্জে মুখ পুড়িয়ে দেয়া নারীর লাশ উদ্ধার!

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১১: ১৯

জামালপুরের বকশীগঞ্জে মুখমণ্ডল পুড়িয়ে দেয়া অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার একটি পাটক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে কাজ করতে গিয়ে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র লাশ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে থানার পুলিশ মুখমণ্ডল পুড়িয়ে ফেলা লাশটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হতে পারে। কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেয়া হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই নারীকে বিবস্ত্র ও মুখ পুড়িয়ে দেয়ায় কেউ চিনতে পারেননি। লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ খুনিকে দ্রুত আইনের আওতায় আনবে।

বিষয়:

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ৪ অগ্রাধিকার: বিডা প্রধান

ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার

এআই গবেষণায় বিল গেটসের আস্থা অর্জন করেছেন বাংলাদেশের আরিফ

রাজধানীর হাজারীবাগে ট্যানারি গুদামে আগুন

শ্রীপুরে ‘মিথ্যা’ মামলা হতে অব্যাহতির জন্য মায়ের সংবাদ সম্মেলন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত