শেরপুরের ইউনাইটেড প্রাইভেট হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক মেয়ে শিশু চুরির অভিযোগ উঠেছে। শনিবার সকালে এক নারী নবজাতক শিশুটি নিয়ে পালিয়ে যায়।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চাপাতলী মহল্লার গোশত ব্যবসায়ী মো. ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজার করার জন্য বুধবার বিকেলে শেরপুর শহরের বটতলা এলাকার ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং যথারীতি ওই রাতেই ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা সিজারের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। তখন থেকেই ফিরোজের মাসহ তার দু’জন আত্মীয় তাদের সাথে অবস্থান করছিলেন। ঘটনাক্রমে একজন অজ্ঞাত নারী তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।
ওই নারীর এক আত্মীয় এই হাসপাতালে ভর্তি আছে বলে তাদের বলেছিলেন। পরে শনিবার সকাল সাড়ে ৯টায় শিশুটির মা বাথরুমে গেলে এবং একই সময় অন্য স্বজনরা বাইরে থাকার সুযোগে ওই নারী নবজাতক শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বোরকা পরিহিত ওই নারী শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছেন।
ইউনাইটেড প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দীদার মিয়া বলেন, কীভাবে শিশু চুরি হয়েছে তা আমরা জানি না। শিশু চুরির সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত না।
শিশুটির বাবা ফিরোজ মিয়া জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমার শিশু মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আমি আইনি পদক্ষেপ নিব। শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

