ন্যায্য অধিকার নিশ্চিত করতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো ময়মনসিংহেও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা (এমটিএফ)।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা মৌলিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। করোনাসহ প্রতিবছরের ডেংগু, নিপাহ ভাইরাস ও বিভিন্ন মহামারিতে জনগণের জীবন রক্ষায় তারা সবসময় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করলেও আজো তারা ন্যায্য দাবি ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলে মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে আরো বলা হয়, সরকার দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না করলে দেশব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ময়মনসিংহ জেলার সভাপতি শাকিল রানা, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবীর, উপদেষ্টা শফিকুর রহমানসহ সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা।

