সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪১
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৪

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত ২২ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং বজ্রপাতে মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার কামরাবাদ, ডোয়াইল ও ভাটারা—এই তিনটি ইউনিয়নে পৃথকভাবে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে রায়হান নামের মাত্র এক বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে রায়হান পুকুর পাড়ে হাঁস ধরতে গিয়ে পানিতে পড়ে যায় এবং এই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে সেলিম নামের এক ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বৈদ্যুতিক পিলারে কাজ করার সময় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি (জাপবিস) সরিষাবাড়ী জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভুলের কারণেই এই ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও, রবিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের পুত্র সিফাত হোসেন দুপুরে বাড়ির পাশে একটি গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সিফাত গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বজ্রপাতে সিফাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত