আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নান্দাইলে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

আমার দেশ অনলাইন

নান্দাইলে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তিরা হলেন সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফা (৪৫) ও তার ছেলে নাঈম মিয়া (৫)। গোলাম মোস্তফা আবদুল্লাহপুর গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। চার মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি।

মোস্তফার স্বজনরা জানান, বাড়ির পাশেই ক্ষেতে ধানের বীজ রোপণ করতে যান মোস্তফা। ছেলে নাঈমও তার সঙ্গে ছিল। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোস্তফা মার যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয় নাঈমের।

নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন