সদ্যজাত সন্তানকে ফেলে নিঃশব্দে পালিয়ে গেলেন মা

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জউপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৭: ২২

ভোরের নিস্তব্ধ শহর, চারপাশে অন্ধকার আর শীতল হাওয়া। হঠাৎ ভেসে আসে এক নারীর আর্তচিৎকার—প্রসব যন্ত্রণায় ছটফট করছেন তিনি। মুহূর্তেই স্থানীয়রা ছুটে গিয়ে হতভম্ব—রাস্তার ধারে, খোলা আকাশের নিচেই জন্ম নিয়েছে একটি কন্যাশিশু! তড়িঘড়ি করে মা ও নবজাতককে উল্লাপাড়ার কেয়ার হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

কিন্তু কিছু সময় পরই চমকপ্রদ খবর—শিশুটি হাসপাতালে আছে, কিন্তু মা নেই! নিঃশব্দে পালিয়ে গেছেন তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, রাত ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা হাসপাতালে পৌঁছান। মা ও নবজাতককে ভর্তি করা হয়।

পরে দেখা যায়, ওই নারী সুযোগ বুঝে পালিয়ে গেছেন। তিনি ছিলেন মানসিকভাবে ভারসাম্যহীন।

এদিকে নাম-পরিচয়হীন মায়ের রেখে যাওয়া নবজাতককে ঘিরে হাসপাতালজুড়ে কৌতূহল আর মমতার ছোঁয়া। অসহায় শিশুটিকে দত্তক নিতে ইতোমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।

নিলুফা ইয়াসমিন বলেন, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। সকালে থেকেই মানুষ দত্তকের আগ্রহ জানাচ্ছেন। ইউএনওর সঙ্গে কথা হয়েছে, যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববানের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত