জানাজার আগে আবেগ-আপ্লুতকণ্ঠে মাহমুদুর রহমান বলেন, আমার মা একজন ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন। তিনি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। তিনি অনাড়ম্বর জীবন-যাপন করতেন। আমার জানা মতে, তিনি কাউকে কষ্ট দেননি।
তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, আমার দেশ আজ এমন এক পত্রিকা যা এদেশের কোটি কোটি মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। রাত পোহালেই প্রথমেই আমার দেশ পত্রিকায় আমরা চোখ রাখি। কেননা, এ পত্রিকাটি এদেশের কোটি পাঠকের খোরাক জোগায়।