তারকাদের মায়েরা পেলেন মা পদক

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১২ মে ২০২৫, ১৩: ১৪

মা দিবস একটি সম্মান প্রদর্শনজনক অনুষ্ঠান যা মায়ের সম্মানে এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদযাপন করা হয়। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে দিনটি ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালন করা হয়। গতকাল রোববার সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালন করা হয় এই দিবসটি।

বিজ্ঞাপন

আলী-রুপা ফাউন্ডেশনের উদ্যোগে ও মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সফল তারকা, বিনোদন সাংবাদিকসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের গর্বিত মায়েদের হাতে ‘মা পদক’ তুলে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায়, ১০ মে বিকাল চারটায় রাজধানীর নিকুঞ্জতে অবস্থিত হোটেল রিজেন্সিতে ‘মা পদক ২০২৫’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অব.) কবি, গীতিকার ও রঙ্গন মিউজিকের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন ও নন্দিত অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। ‘মা পদক’র প্রধান উদ্যোক্তা সাংবাদিক, গীতিকার, সুরকার অভি মঈনুদ্দীন।

এবারের আয়োজনে ‘মা পদক ২০২৫’ নির্বাচিত হয়েছেন মা চরিত্রে সফল অভিনয়ের জন্য অভিনেত্রী চিত্রলেখা গুহ, অমিত হাসানের মা মালিহা রহমান, মো. শাহেদ শরিফ খানের মা কামরুন্নাহার বেগম, তনিমা হামিদের মা ফাল্গুনী হামিদ, শিক্ষক আকলিমা স্বর্ণার মা রফিকুন্নেসা রশীদ, ফৌজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকার মা ফজিলাতুননেসা, অঞ্জন সরকারের মা রেণু বালা সরকার, তারেক আনন্দ’র মা তাহমিনা বেগম, অর্ষার মা মাসুদা হক, নাবিলার মা শাহানা চৌধুরী, আলমগীর কবিরের মা নাজমুন্নাহার, টুম্পা ফেরদৌসের মা তাইয়েবুন নেছা, কোনালের মা সায়মা মনির মিনু ও বাবুল হোসাইনের মা সুফিয়া খাতুনের হাতে।

শান্তা জাহানের উপস্থাপনায় পুরো আয়োজনটি সম্পন্ন হয়। প্রধান অতিথি ডলি জহুর বলেন, ‘দীর্ঘদিনের অভিনয় জীবনে শুধু অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সম্মাননা গ্রহণ করেই গেলাম। এবার এমন একটি আয়োজনে মায়েদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে কতটা যে ভালো লাগছে তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। অভির এই উদ্যোগ নিঃসন্দেহে অনন্য এক উদ্যোগ। বিশেষ করে অভি তার কর্মক্ষেত্রের সফল সন্তাদের কথা বিশেষ বিবেচনায় রেখেছে।’

ঈশিতা বলেন, ‘এমন আয়োজনের শুরুতে আমার মায়েরও থাকার কথা ছিল। অভি ভাই মনেপ্রাণে তা চেয়েছিলেন। কিন্তু মা তো আমায় একা করে চলে গেলেন। সব মায়ের জন্য অনেক দোয়া রইল।’

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে রঙ্গন মিউজিক, গয়না বাকসো, সিটি ব্যাংক, রয়েল ক্যাফে, সেলিব্রিটিস চয়েজ ও হাওর জিন্স। অনুষ্ঠানের শেষপ্রান্তে ইয়াসমিন লাবণ্য, জোবায়ের জাহাঙ্গীর জয় ও তানজিন মিথিলা গান গেয়ে মুগ্ধ করেন সবাইকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত