ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফুচকা বিক্রেতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৫

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে ট্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছে এক ফুচকা বিক্রেতার। মঙ্গলবার সকাল ১১টায় শান্তাহার থেকে রংপুরগামী করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ যায় তার।

বিজ্ঞাপন

নিহত মো. আব্দুল বারি (৩০) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আলীর হাট গ্রামের আব্দুল আজিজের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, কানে হ্যাডফোন দিয়ে রেললাইনে বসেছিলেন আব্দুল বারি। ট্রেন আসার সময় প্রত্যক্ষদর্শীরা অনেক ডাকাডাকি করেছিলেন কিন্তু তিনি শুনতে পাননি। পরে করতোয়া এক্সপ্রেসের গুরুতর আহত। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল বলেন, সকালে ট্রেনের ধাক্কায় এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত