আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিকনিকের শ্যালো-বাইজাল নৌকার সংঘর্ষে নিহত ২ আহত ১৫

উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
পিকনিকের শ্যালো-বাইজাল নৌকার সংঘর্ষে নিহত ২ আহত ১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকনিকের একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে বাইজাল নৌকার সংঘর্ষে দুইজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে উপজেলার দহুকুলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চাকসা দক্ষিণপাড়া এলাকার "মায়ের আচল" বাইজাল নৌকাটি মহড়া শেষে ফেরার পথে দহুকুলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত শ্যালো নৌকা সরাসরি ধাক্কা মারে। এতে শ্যালো নৌকাটি বাইজাল নৌকার ওপর উঠে যায়। একপর্যায়ে বাইজাল নৌকাটি পানির নিচে ডুবে যায়।

দুর্ঘটনায় নৌকার বাইজাল মাঝি দুইজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন চাকসা নদীপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে রইজ উদ্দিন মণ্ডল এবং মোহনপুর নরসিংহপাড়া গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে নুর ইসলাম।

এ ঘটনায় গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে ডুবে থাকা বাইজাল নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়দের দাবি, ইঞ্জিনচালিত শ্যালো নৌকার বেপরোয়া চলাচল এবং অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন