আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত্র নয়, ব্যালটেই ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

অস্ত্র নয়, ব্যালটেই ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের যুদ্ধের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং এটিই বর্তমান সময়ের সংগ্রামের পথ।

মঙ্গলবার গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার গুদড়ীপট্টী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় রাজনৈতিক পরিবর্তন অর্জনের জন্য অস্ত্রের বদলে ব্যালটের মাধ্যমে সংগ্রাম করা উচিত। নির্বাচনকে তিনি দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে উল্লেখ করেন এবং জনগণকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, দেশের দুঃশাসন, দুর্নীতি ও অবিচার থেকে মুক্তির একমাত্র পথ হলো আদর্শবান নেতৃত্বের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা। তিনি আশ্বাস দেন, যদি জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে এক হয়ে ভোটে অংশ নেন, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।

সমাবেশে কাঁকনহাট পৌরসভার আমির মাওলানা নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী শিবিরের সেক্রেটারি, জেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দলীয় কর্মকর্তা ও সমর্থকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন