
উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ‘ঢাকা কিং বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং উৎপাদিত সব পণ্য ধ্বংস করা হয়। এ ছাড়া মুলাডুলিতে অনুমোদন ছাড়া পশুখাদ্য উৎপাদনের অপরাধে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়। অভিযানে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ‘ঢাকা কিং বেকারি’তে বাটারবন, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিনসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। তবে কারখানার ভেতরের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। উৎপাদনে ব্যবহৃত ফুডকালার ও ফ্লেভারবাহী কাঁচামালের মোড়কে সঠিক লেবেল লাগানো ছিল না। এসব কারণে ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায় বলে অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তার অধিকার ও স্বাস্থ্যের নিরাপত্তার জন্য এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।’
তিনি আরও জানান, মুলাডুলির একটি পশুখাদ্য কারখানায় অনুমোদন ছাড়া উৎপাদন চলছিল। ভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ভোক্তার স্বার্থরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ‘ঢাকা কিং বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং উৎপাদিত সব পণ্য ধ্বংস করা হয়। এ ছাড়া মুলাডুলিতে অনুমোদন ছাড়া পশুখাদ্য উৎপাদনের অপরাধে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়। অভিযানে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ‘ঢাকা কিং বেকারি’তে বাটারবন, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিনসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। তবে কারখানার ভেতরের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। উৎপাদনে ব্যবহৃত ফুডকালার ও ফ্লেভারবাহী কাঁচামালের মোড়কে সঠিক লেবেল লাগানো ছিল না। এসব কারণে ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায় বলে অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তার অধিকার ও স্বাস্থ্যের নিরাপত্তার জন্য এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।’
তিনি আরও জানান, মুলাডুলির একটি পশুখাদ্য কারখানায় অনুমোদন ছাড়া উৎপাদন চলছিল। ভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ভোক্তার স্বার্থরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ইবি থানা সংলগ্ন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে এসে শেষ হয়।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে আজ (৭ নভেম্বর) এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও চাঁদপুর জেলা সেক্রেটারি মো. শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের বিষয়ে আশঙ্কা কখনোই ছিল না। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। প্রথম থেকে একই কথা বলে আসছি, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারোর নেই।
১ ঘণ্টা আগে