আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈশ্বরদীর ঢাকা কিং বেকারি সিলগালা, লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
ঈশ্বরদীর ঢাকা কিং বেকারি সিলগালা, লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ‘ঢাকা কিং বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং উৎপাদিত সব পণ্য ধ্বংস করা হয়। এ ছাড়া মুলাডুলিতে অনুমোদন ছাড়া পশুখাদ্য উৎপাদনের অপরাধে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়। অভিযানে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ‘ঢাকা কিং বেকারি’তে বাটারবন, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিনসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। তবে কারখানার ভেতরের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। উৎপাদনে ব্যবহৃত ফুডকালার ও ফ্লেভারবাহী কাঁচামালের মোড়কে সঠিক লেবেল লাগানো ছিল না। এসব কারণে ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যায় বলে অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোক্তার অধিকার ও স্বাস্থ্যের নিরাপত্তার জন্য এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরও জানান, মুলাডুলির একটি পশুখাদ্য কারখানায় অনুমোদন ছাড়া উৎপাদন চলছিল। ভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ভোক্তার স্বার্থরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন