ছাদ থেকে ইট ছুঁড়ে এসআইয়ের মাথা ফাটিয়ে পালালো ডাকাত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩০

বগুড়ার শিবগঞ্জে বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়ে এসআইয়ের মাথা ফাটিয়ে পালিয়েছে ডাকাত। শুক্রবার বিকেলে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দুদাহার গ্রামে যায় এসআই মঞ্চয় কুমার কুন্ডুসহ একদল পুলিশ। এ গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে সিরাজুল ইসলাম পাঠ ওরফে কালু ডাকাত হিসেবে পরিচিত। তিনি সাজাপ্রাপ্ত, ডাকাতি, চুরিসহ ১৬ মামলার আসামি।

বিজ্ঞাপন

এ দিকে গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে পুলিশ বাড়ির সামনে পৌঁছা মাত্রই কালু ডাকাত চিৎকার করে বলেন, বাড়িতে ডাকাত এসেছে তোমাদের কাছে যার যা আছে সবকিছু নিয়ে বের হও। তাৎক্ষণিক বাড়ির নারী-পুরুষ একত্রিত হয়ে হাতে লাঠিসোঠা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করে এবং মারধর করে। কালু ডাকাত বাড়ির ছাদে উঠে এসআইকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। ইটের ছোড়ার আঘাতে এসআই মঞ্চয় কুমুর কুন্ডুর মাথা ফেটে যায়। পরে তাকে দ্রুত শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তার মাথায় সাতটি সেলাই দিয়েছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহিন বলেন, কালু ডাকাতের বিরুদ্ধে রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা ও বগুড়াসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরি সহ একাধিক মামলা রয়েছে। থানার এসআই তাকে ধরতে গেলে ছাদ থেকে ইট ছুঁড়ে এসআইকে আহত করেন। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত