চাঁপাইনবাবগঞ্জ- ৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ফজরের নামাজ পড়ে গভীর রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। পাড়া মহল্লায় গণসংযোগের পাশাপাশি চায়ের দোকানেও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়সহ করছেন এলাকার উন্নয়নে আলোচনা।
এমন সময় নূরুল ইসলাম বুলবুলকে কাছে পেয়ে অসহায় অনেকেই ছুটে আসছেন তাদের দাবি নিয়ে। সঙ্গে সঙ্গে সাধ্যমত সমাধান দেয়ারও চেষ্টা করছেন বুলবুল। শুধু শহর কেন্দ্রিক নয়, পদ্মার চরাঞ্চলেও প্রায়ই দিনই ছুটে যাচ্ছেন তিনি। সেখানে গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, নদী ভাঙন, সীমান্তে চোরাচালান রোধসহ নানান বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং আগামী দিনে তরুণদের চাকরির ব্যবস্থা করারও আশ্বাস দিচ্ছেন তিনি।
এছাড়া বরেন্দ্র অঞ্চলে গিয়ে কৃষকদের আগামী দিনের সম্ভবনা সার-পানির সঙ্কট সমাধান এবং কষ্টে উপার্জিত ফসলের নায্যমূল্য নিশ্চিতে উদ্যোগ নেয়ারও কথা বলছেন বুলবুল। এছাড়া তিনি একটি প্রশান্তির বসবাসের উপযোগী চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার জন্য দাঁড়িপাল্লায় রায় দিতে ভোটারদের আহবান জানান।
এ সময় তার সঙ্গে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াত নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন।

