উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
বগুড়ার শিবগঞ্জে মমিত ডিজিটাল হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক ও নার্সদের বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।
শিশু হত্যার অভিযোগ এনেছেন শিশুটির পিতা ফয়সাল সরকার। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আনসার কমান্ডার। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ফয়সাল সরকার শিবগঞ্জ চাঁদনীয়া গ্রামের মৃত ফজলুল মান্নান এর পুত্র। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আনসার কমান্ডার হিসাবে কর্মরত আছেন। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে প্রসবজনিত সমস্যায় তার স্ত্রীকে ক্লিনিকে নিয়ে গেলে এক নার্স সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন, আরেকজন নার্স নরমাল ডেলিভারির আশ্বাস দেন। পরিবারের অনুমতি ছাড়াই নরমাল ডেলিভারি করানো হলে শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশুকে মৃত ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানপক্ষ দাবি করেছে, নরমাল ডেলিভারিতে শিশুর মৃত্যু হলে কারও দোষ নেই, তবে তারা সতর্ক হবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন জানিয়েছেন, অভিযোগ প্রাপ্তির পর ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
ইউএনও মো. জিয়াউর রহমান বলেছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বগুড়ার শিবগঞ্জে মমিত ডিজিটাল হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক ও নার্সদের বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।
শিশু হত্যার অভিযোগ এনেছেন শিশুটির পিতা ফয়সাল সরকার। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আনসার কমান্ডার। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ফয়সাল সরকার শিবগঞ্জ চাঁদনীয়া গ্রামের মৃত ফজলুল মান্নান এর পুত্র। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আনসার কমান্ডার হিসাবে কর্মরত আছেন। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে প্রসবজনিত সমস্যায় তার স্ত্রীকে ক্লিনিকে নিয়ে গেলে এক নার্স সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন, আরেকজন নার্স নরমাল ডেলিভারির আশ্বাস দেন। পরিবারের অনুমতি ছাড়াই নরমাল ডেলিভারি করানো হলে শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশুকে মৃত ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানপক্ষ দাবি করেছে, নরমাল ডেলিভারিতে শিশুর মৃত্যু হলে কারও দোষ নেই, তবে তারা সতর্ক হবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন জানিয়েছেন, অভিযোগ প্রাপ্তির পর ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
ইউএনও মো. জিয়াউর রহমান বলেছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২১ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৩৯ মিনিট আগে