স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৯: ৩১

ঈশ্বরদী ইপিজেড গেটসংলগ্ন রিপন হোসেনের ভাড়া বাড়ি থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গৃহবধূ পিয়ারা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী হাফিজুর রহমান ঈশ্বরদী ইপিজেড এলাকায় দিনমজুরের কাজ করতেন। ঘটনার পর থেকে হাফিজুর রহমান পলাতক রয়েছেন। পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়ীয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। সংসার জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মুকুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার সন্দেহ থেকে দাম্পত্য কলহের জেরে হাফিজুর গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত